আখতার হোসেনকে রংপুর-৪ আসনের প্রার্থী ঘোষণা এনসিপির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে। আখতার হোসেন আপনাদের সন্তান। তার নেতৃত্বে কাউনিয়া পীরগাছার সমস্ত উন্নয়ন হবে। আপনারা তার পাশে থাকবেন।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনের শহীদ পীরগঞ্জের আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই পদযাত্রা। সেখান থেকে গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুরে পথসভা শেষে বিকালে রংপুরে আসেন এনসিপির নেতারা।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে রংপুর নগরীর ডিসির মোড় অভিমুখে জুলাই পদযাত্রা শুরু করেন।

কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা এবং উপজেলা পর্যায় থেকে আসা শত শত নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগান পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

পদযাত্রাটি পার্ক মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার ও টাউন হল মোড় হয়ে জিলা স্কুল সংলগ্ন ডিসির মোড়ে গিয়ে শেষ হয়।