শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন-শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না।

আজ (শনিবার) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

তিনি জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে জানিয়ে বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না, সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে যে কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহিদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে স্বাধীনতা এসেছে। সে রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। আমরা শহিদদের রক্তের মূল্য দিতে চাই।’

‘যেনতেন নির্বাচন আমরা চাই না। নতুন পুরাতন বুঝি না, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ইদানীং বেশকিছু রাজননৈতিক দলের দখল ও লুটপাট লক্ষ করছি। ওইসব দলগুলোকে বলতে চাই— নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলাবে।’

উল্লেখ্য, ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান।