চাঁদাবাজির চেষ্টা করলে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলব : এনসিপি নেতা ফারুক এহসান

ছবি ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান বলেছেন, ‘আমার আলমডাঙ্গায় কোন চাঁদাবাজি চলবে না। আলমডাঙ্গার মাটিতে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলব।’

তিনি বলেন, ‘এটা আমার এলাকা। আমার এলাকায় কোন চাঁদাবাজি চলবে না। কেউ চাঁদাবাজির চিন্তাও করবেন না।’

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের আল তায়েবা মোড়ে জুলাই পদযাত্রা চলাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বরণ করে নেওয়া হয়। আলমডাঙ্গায় পদযাত্রা শেষে এসসিপির নেতারা চুয়াডাঙ্গা শহরের পথে রওনা দেন।

আলমডাঙ্গায় পথসভায় ফারুক এহসান আরও বলেন, ‘এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সূর্যসন্তান ও জুলাই যোদ্ধারা এসেছেন। আপনারা আমাদের গ্রহণ করেছেন, এজন্য ধন্যবাদ। আগামী দিনে এনসিপির নেতৃত্বে চাঁদাবাজমুক্ত, দখলদার ও মাদক ব্যবসায়ীমুক্ত আলমডাঙ্গা দেখতে পাব, ইনশাল্লাহ।’