তিন আসামিকে তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন যুবদলের

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে স্ক্র্যাপ ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিদের এখনও গ্রেপ্তার না করা এবং তিনজন গুরুত্বপূর্ণ সন্দেহভাজনকে মামলার তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না।

শনিবার (১২ জুলাই) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

মোনায়েম মুন্নাব লেন, ‘হত্যাকাণ্ডে সরাসরি জড়িত, সিসিটিভি ও ভিডিও ফুটেজে যাদের স্পষ্ট দেখা গেছে— তাদের কাউকেই মামলার প্রধান আসামি করা হয়নি। এমনকি যে ঘাতক হামলা চালিয়েছে, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আমরা এর পেছনে কারণ খুঁজে পাচ্ছি না।’

মামলার বাদীর মেয়ের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে মুন্না বলেন, ‘তিনজন সরাসরি জড়িত ব্যক্তিকে বাদ দিয়ে তিনজন নিরীহ ব্যক্তিকে মামলায় যুক্ত করা হয়েছে বলে বাদীর মেয়ে অভিযোগ করেছেন। ৬০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এমন নির্মম হত্যাকাণ্ডের মূল আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এটি একটি বড় প্রশ্ন ও রহস্য।’

তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে বুধবার, কিন্তু তা ভাইরাল হয়েছে শুক্রবার— এই দুই দিনের বিলম্ব কেন? এর পেছনে কারা ছিল, তা খতিয়ে দেখা উচিত। আমরা সন্দেহ করি, কোনো মহল হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে।’

যুবদল সভাপতি আরও জানান, ভিডিও ফুটেজে যারা হামলাকারী হিসেবে দেখা গেছে, তাদের কাউকে সংগঠনের পরিচিত মুখ হিসেবে শনাক্ত করতে পারেননি। তবে মামলায় যাদের নাম এসেছে, তাদের মধ্যে পাঁচজনকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ‘সংগঠনগত দায়িত্ব ও জবাবদিহিতার জায়গা থেকে আমরা এরমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাই, যেন দ্রুত তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়।’

এর আগে, বুধবার (৯ জুলাই) দিনের আলোয় মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, ‘পুরো জাতি এই বর্বরোচিত হত্যাকাণ্ড দেখে স্তব্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সভ্যতার এই যুগে এমন পশুত্বপূর্ণ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’