ইসি ওয়েবসাইটে ‘নৌকা’ সরিয়ে ‘তুলা’ প্রতীক যুক্ত
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামী দলের প্রতীক ‘তুলা’।
বুধবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘নৌকা প্রতীক এখনও নির্বাচনী প্রতীকের তফসিল অনুযায়ী বহাল আছে। তবে জনগণের বিভ্রান্তি এড়াতে এটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।’
চলতি বছরের ১২ মে আওয়ামী লীগের কার্যক্রমে সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে কমিশন তাদের এই প্রতীক কেবল ওয়েবসাইট থেকে সরিয়েছে বলে জানান তিনি। তবে একে বাতিল করা হয়নি, বরং এটি নির্বাচন কমিশনের মূল তালিকায় রয়ে গেছে।
সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘নৌকা প্রতীক অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটি এখনও সংরক্ষিত প্রতীক হিসেবেই থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কারও চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জামায়াতে ইসলামীর প্রতীক ‘তুলা’ বিষয়ে তিনি বলেন, আদালতের রায়ের আলোকে এটি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।