দেশ যেভাবে চলছে জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ যেভাবে চলছে জনগণ তাতে সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে রংপুরের মমিনপুরে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, ‘একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি ও চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। আমরা ঘুষ খাবো না কাউকে ঘুষ খেতেও দেব না।’

তিনি বলেন, আমাদের লড়াই শ্রমিকের জন্য, কৃষকের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য।

রংপুরের সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য, জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি, আল্লাহ তায়ালার রহমত, তিনি ফেরত দিয়েছেন। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন? সেদিন যেন বলতে পারি আল্লাহ তোমার চাইতে আমার জন্য কি আর বড় সাক্ষী কেউ আছে? তুমি তো আমার সবচেয়ে বড় সাক্ষী। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই।

জামায়াতপ্রধান বলেন, মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। চব্বিশের আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছে। তোমার দ্বীন কায়েমের জন্য আর যতো আবু সাঈদকে প্রয়োজন তুমি কবুল করে নাও।

তিনি বলেন, জালিম শাসকের আমলে আমাদের দুইজন আমিরসহ সারাদেশে যারা শহীদ হয়েছেন সবাইকে তুমি কবুল করো।

উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে বলেন, গতকাল সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ইন্তেকাল করেছেন। চিকিৎসকরা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা হাসপাতালে আছেন আল্লাহ তাদের সুস্থ করে তুলুন। তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন।

পথসভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহনগরী আমির মাওলানা এটিএম আযম খাঁন প্রমুখ।