পতিত ফ্যাসিস্টের মতোই দেশ চালাচ্ছে সরকার: এনসিপি

অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই এই সরকারও দেশ চালাচ্ছে।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা এমন অভিযোগ করেন। 

গতকাল জাতীয় শোকদিবস পালনের পর আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি নেতারা। এর আগে সকালে সার্কিট হাউসে গত ২৪’র জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতা সারজিস আলম, হাসনাতআব্দুল্লাহ, নাসির  উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা সাক্ষাত করেন। 

পরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শহীদদের স্মরণে একটি শোকমিছিল বের করা হয়। 
এতে কালো ব্যাজ পড়ে নেতৃত্ব দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। এর পর চাঁদপুর বাসস্ট্যান্ডে জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে দুপুর ১২টায় পথসভা করেন তারা।

২৪’র জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক সারজিস আলম, নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা   বক্তব্য দেন।  

বক্তারা  বলেন, চাঁদপুরে কোনো প্রকার চাঁদাবাজি ও বালু উত্তোলন চলবে না। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি।

দুপুরের কাঠফাটা রোদ উপেক্ষা করে কয়েক হাজার স্কুল কলেজ মাদসার ছাত্র ছাত্রী নারী শিক্ষক-জনতা এতে যোগ দেন। আশপাশে প্রচুর পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন জেলা এনসিপির সংগঠক মেহেদী হাসান তানিম, সদর উপজেলা এনসিপি আহবায়ক তামিম খান, এনসিপি জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে  বিমান দুর্ঘটনায় যেসব শিক্ষকও  শিশুরা প্রাণ হারিয়েছেন ও ২৪’র জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে গেছেন—তাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। 
 
পথসভায় সারজিস আলম বলেন, বিমান দুঘর্টনায় যারা মারা গেছেন এই সরকারকে নিরপেক্ষভাবে বিমান দুর্ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।
  
তিনি বলেন, আমাদের জুলাই আন্দোলনে চাঁদপুরের মোট ৩১ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। তাদের পরিবারের পাশে এ সরকারকে থাকতে হবে। এ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তবে দলের ভিতরে কোনো শত্রু ও ফ্যাসিস্ট সরকারের কেউ থাকতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম শুরু।

নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, চাঁদপুরে বেআইনীভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী সিকস্তির বহু মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। অবিলম্বে বালু  উত্তোলন  বন্ধ করে  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলাই আন্দোলনের পর একটি  সুন্দর বাংলাদেশ গড়তে। কিন্তু আমরা হতাশ।

অন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের মতোই এ সরকার দেশ চালাচ্ছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মেহেরিন মেডামকে যথাযথ শহীদের মর্যাদা দিতে পারিনি। তিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার আহবান জানান। বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বুঝে না। নিজেই চিকিৎসা নিতে বিদেশে যান।

তিনি বলেন, বিমান বাহিনীর প্রধান হাসিনার আমলের। তিনি তিন হাজার কোটি টাকা বানিয়েছেন হাসিনার আমলে। ফ্যাসিস্ট  আ লীগ ছাত্র লীগ ও যুবলীগ যদি মাথাচারা দিয়ে উঠতে চায় তাদের এদেশ থেকে নির্মুল করা হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আর চায় না। তাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি এদেশে আর চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত  হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সুস্থতা কামনা করেন।