হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

জরুরী ভিত্তিতে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

এর আগে পৌনে একটায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে  দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের বলেন, 'গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'বিএনপি চেয়ারপার্সনকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।  মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপার্সন পরে রাতেই বাসায় ফেরেন।