হাসনাত-সারজিসদের শোকজ প্রত্যাহার
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলকে না জানিয়ে কক্সবাজার যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে দল থেকে যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নানা আয়োজনে গত ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করে অন্তর্বর্তী সরকার। এদিন জুলাই ঘোষণাপত্রও পাঠ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
কিন্তু রাষ্ট্রীয় এসব অনুষ্ঠান বাদ দিয়ে সেদিন কক্সবাজারে যান এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।
এদের কেউ কেউ ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ হিসেবে পাঁচ নেতার কেউ কেউ বলেন, ‘অসম্পূর্ণ’ জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিবাদে তারা কক্সবাজারে গিয়েছিলেন।
যদিও কক্সবাজারে যাওয়ার ঘটনায় কোনো কোনো সংবাদমাধ্যমে খবর আসে, এনসিপি নেতারা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন। অবশ্য সেখানে এ ধরনের বৈঠকের প্রমাণ পাওয়া যায়নি।
এ আলোচনার মধ্যেই ৫ নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় দল থেকে। তারা যথাসময়ে উত্তরও দেন। তবে কক্সবাজার সফর নিয়ে চরিত্র হনন ও বৈঠকের গুজবের মধ্যে এ ধরনের কারণ দর্শানোর নোটিসের যথার্থতা নিয়ে সমালোচনাও করেন নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শোকজের জবাব বিশ্লেষণে উল্লিখিত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।”