পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পূরণ হবে না
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।’
থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, আমরা (বিএনপি) কোনোমতেই পিআর পদ্ধতি মেনে নেব না। কারণ এই পদ্ধতি এদেশের মানুষ বুঝে না, তারা এর প্রয়োগও জানে না।’
তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতি কতদিন চেষ্টা করা হল, সেটাও পরে বাতিল করা হয়েছে। আর পিআর পদ্ধতি তো প্রশ্নই ওঠে না। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা যায় না। ভোটার জানেও না সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।’
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা।’