টানা চার জয়ে সেমিতে বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসরে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট ব্যবধানে পোল্যান্ডকে হারায় বাংলাদেশ।
এ নিয়ে গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করল কোচ আব্দুল জলিলের শিষ্যরা। শুক্রবার (৩১ মে) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল।
দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারায় ৭৩-২২ পয়েন্টে। আর তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টে গুঁড়িয়ে দেয়।
পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ আব্দুল জলিল, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরো উজ্জীবিত ও আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশাকরি টানা চার ম্যাচের মতো নেপালের বিরুদ্ধে আমরা জিতব।’