নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন পূরণ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ঘরের মাঠে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। লক্ষ্য ছিল শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।
শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৬-৩১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হলো সবশেষ ৩ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবই জিতলো বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনটি লোনাসহ নেপালকে পরাজিত করে বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। হারলেও ম্যাচে একটি লোনা তুলে নিতে সমর্থ হয় নেপাল। প্রথম চার ম্যাচে কোনো দলই বাংলাদেশের কাছ থেকে লোনা আদায় করতে পারেনি।
এদিন প্রথমার্ধে চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যদিও শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ ও নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ পয়েন্ট তুলে নেয় তো, পরের বার নেপাল।
দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে একাই দলকে ২০টি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন তিনি।