বাংলাদেশের বিপক্ষে খেলবেন কোহলি?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ ভারতের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ভারতের হয়ে বিরাট কোহলি খেলবেন কি না, সেটাই সবচেয়ে বড় কৌতূহল।
ভারতীয় দলের সবাই আগেই বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও কোহলি ছিলেন ব্যতিক্রম। ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ভারত ছাড়েন তিনি। শুক্রবার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কি না, তা নিশ্চিত নয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৬ ঘণ্টা বিমানযাত্রা করে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কোহলি। ম্যাচের দিন সকালে তার শরীর কেমন থাকে, সেটার উপর তার খেলা নির্ভর করবে।
আইপিএলে নিজে ভালো খেললেও দলকে জেতাতে পারেননি কোহলি। ১৫ ম্যাচে ৭৪১ রান করে কমলা টুপি পেয়েছেন। কিন্তু এলিমিনেটরে রাজস্থানের কাছে হেরে আইপিএল জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় কোহলির।