চ্যাম্পিয়নস লিগে রিয়ালই সেরা

এ নিয়ে রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন হলো রিয়াল

বরুশিয়া ডর্টমুন্ডের চমক নয়। জার্মান ক্লাবটির স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদই।

শনিবার রাতের (১ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারনী ম্যাচে ২-০ গোলের জয় তুলে নেয় রিয়াল।

দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৪ মিনিটে দানি কারভাহাল দলকে এগিয়ে নেওয়ার পর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।

ইউপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় এ নিয়ে রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন হলো রিয়াল। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর ৬ বার ফাইনালে উঠে ছয়বারই সেরা তারা।

এছাড়া ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার পর প্রথম কোনো স্প্যানিশ দল হিসেবে অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগ জয় করল মাদ্রিদের জায়ান্টরা।

ডর্টমুন্ড এর আগে একবারই চ্যাম্পিয়নস লিগ শিরোপার দেখা পেয়েছিল। সেটা ১৯৯৭ সালে। এরপর তারা আর ইউরোপ সেরা হতে পারেনি। এবার ২০১২-১৩ মৌসুমের পর ফাইনালে উঠে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো দলটিকে।