চোট-জর্জর বাংলাদেশ
চোট পিছু ছাড়ছে না বাংলাদেশ দলকে। আনফিট তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপে পাড়ি দিয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, নেই সংশয় ছিল শুরু থেকেই। তবুও এই পেসারকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপে যায় বাংলাদেশ।
তাসকিনের অনুপস্থিতিতে পেস বোলিং ইউনিটে যার গুরু দায়িত্ব পালনের কথা, সেই শরিফুল ইসলামও এবার চোটে পড়েছেন। যে চোটে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।
ভারতের বিপক্ষে শনিবার রাতে প্রস্তুতি ম্যাচে নিজের বোলিং হাতে চোট পান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ক্ষতস্থানে ৬টি সেলাই লেগেছে তার।
ঘটনা ভারত ইনিংসের শেষ ওভারে। নিজের বলে হার্দিক পান্ডিয়ার করা জোরালো শট আটকাতে গিয়ে চোটে পড়েন শরিফুল। ওই চোটের পর কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। যে দৃশ্যই বলে দিচ্ছিল, চোটটা গুরুতর।
রবিবার ওডিও বার্তায় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে। দেবাশিষ বলেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাম হাতের তর্জনী ও মধ্যমার সংযোগস্থলে চোট পান শরিফুল। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পর তাকে নিকটস্থ নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাতের সার্জনের তত্ত্বাবধানে তার হাতে একটি ছোট সার্জারি করা হয়। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আমরা আবার সার্জনের কাছে যাব। তখন বুঝতে পারব মাঠে ফেরার জন্য কতদিন সময় লাগতে পারে।’
বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলের মূল দুই পেসারই ইনজুরিতে। বিষয়টা ভাবনারই। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে।