উইন্ডিজকে ভয় পাইয়ে দিয়েছিল পিএনজি

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনি (পিএনজি)। ক্যারিবীয়দের ১৩৭ রানের লক্ষ্য দিয়েও দারুণ লড়াই করল দলটি। একটা সময় তো জাগাল জয়ের আশাও। তবে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। একটা সময় ধুঁকলেও স্বস্তির জয়েই বিশ্বকাপ মিশন শুরু করল স্বাগতিকরা।

 

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে রবিবার ‘সি’ গ্রুপর ম্যাচটি ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ছোট্ট লক্ষ্য তাড়ায় ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। একটা সময় শেষ ৪ ওভারে ৪০ রানের সমীকরণ দাঁড়ায় দলটির সামনে। সেখান থেকে রোস্টন চেজ ও আন্দ্রে রাসেলের দৃঢ়তায় জয়ের বন্দরে নোঙর করে দলটি।

 

ম্যাচসেরা রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৭ রান। রাসেল ৯ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দুজন ১৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল পিএনজি। দলটির পক্ষে ৪৩ বলে ইনিংস সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন বাউ। শেষ দিকে কাপলিন ডোরিগার ১৮ বলে ২৭ রানের ইনিংসে দলকে ৮ উইকেটে ১৩৬ রানের পুঁজি এনে দেন।