সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের তৃতীয় ম্যাচেই সুপার ওভার। আইসিসির দুই সহযোগী সদস্য দেশ নামিবিয়া ও ওমানের মধ্যকার লড়াইয়ের রোমাঞ্চর সমাপ্তি।
অবশ্য সুপার ওভারটা হলো একপেশে। যেখানে দাপুটে ভঙ্গিতে জয় নামিবিয়ার।
ব্রিজটাউনে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ওভারের খেলা শেষে দুই দলের স্কোরই ছিল সমান। আগে ব্যাট করতে নেমে ওমান ২ বল বাকি থাকতে ১০৯ রানে অলআউট হয়। জবাবে নামিবিয়া ৬ উইকেটে ঠিক ১০৯ রানে থামে।
এরপর খেলা সুপার ওভারে গড়ালে ১ ওভারে ২১ রানে তুলে নামিবিয়া। জবাবে ওমান ১ উইকেট হারিয়ে ১০ রান তুলতে পারে।
টস হেরে ব্যাট করতে নামা ওমান শুরু থেকেই হোঁচট খাচ্ছিল। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন খালিদ কালি। ৩৯ বলে ৩৪। ২২ রান করেন জিসান মকসুদ। তাতে ১০৯ রান করতে পারে ওমান।
রান তাড়া করতে নেমে জান ফ্রাইলিঙ্কের ৪৮ বলে ৪৫ ও নিকোলাস ডেভিনের ৩১ বলে ২৪ রানে ভর করে ম্যাচ টাই করতে পারে নামিবিয়া।
সুপার ডেভিড ভিসা ও গেরহার্ড এরাসমাস দাপুটে ব্যাটিংয়ে ২১ রানের পুঁজি এনে দেন দলকে। পরে বোলিংয়েও আলো ছড়ান ভিসা। সুপার ওভারে নামিবিয়া অধিনায়ক তার ওপর ভরসা রাখলে মাত্র ১০ রান করেন তিনি। সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে নামিবিয়া। ম্যাচসেরা হয়েছেন ভিসা।