বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি:
নেপালকে গুঁড়িয়ে বাংলাদেশের টানা চার
প্রতিযোগিতার শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ ফাইনালেও অলআউট পারফরম্যান্স মেলে ধরলো। প্রতিপক্ষ নেপালকে দাঁড়াতেই দিল না দলটা। দাপুটে জয়ে আগের তিন আসরের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসরেও শিরোপা জিতে নিল বাংলাদেশ।
সোমবার (৩ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচটি ৪৫-৩১ পয়েন্টে নিজেদের করে নেয় স্বাগতিকরা। শুরু থেকেই দাপট দেখানো বাংলাদেশ প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল।
গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবগুলো জেতা বাংলাদেশ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো।
২০২১ সালে বঙ্গবন্ধু কাপ কাবাডির প্রথম আসর বসে। প্রথম আসরেই শিরোপা নিজেদের করে আয়োজক বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৩ সালেও শিরোপা রাখে নিজেদের কাছে।