সকারুরা ঢাকায়
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। দুই বছর আগে কাতার বিশ্বকাপে যারা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। পরে লিওনেল মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়।
গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘সকারু’ নামেও পরিচিত দলটি। ঢাকায় পৌঁছে সরাসরি হোটেলে চলে যায় তারা। গতকাল কোনো অনুশীলন করেনি।
আজ (বুধবার) ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল সাড়ে ৫টায় অনুশীলন করবে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামীকাল বিকেল পৌনে ৫টায় শুরু হবে দুই দলের ম্যাচ।
এশিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘আই’ গ্রুপ থেকে এরই মধ্যে তৃতীয় রাউন্ড ও এশিয়ান কাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত চার ম্যাচের সবগুলো জিতেছে তারা। গত নভেম্বরে নিজেদের মাঠে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দেয় দলটি। মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচটিতে জামাল ভূঁইয়ারা কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি।
এবারের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সেটি। এরপর আরও তিন ম্যাচ খেলে সাকল্যে ১ পয়েন্ট অর্জন করতে পেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রাপ্তি বলতে ঘরের মাঠে লেবাননকে ১-১ গোলে রুখে দেওয়া।
এরপর ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে, উভয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। এখন শেষ দুটি ম্যাচ খেলার অপেক্ষায় তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ফুটবল দল এনিয়ে দ্বিতীয়বার ঢাকায় এলো। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে প্রথমবার ঢাকায় আসে সকারুরা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে হেরেছিল মামুনুল ইসলামরা। তার আগে পার্থে হোম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই তিন ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশ দিতে পারেনি একটিও।