আমরা সবাই স্বাভাবিক আছি: জয়ের পর রিশাদ

রিশাদ হোসেন।

লেগ স্পিন নিয়ে বাংলাদেশ ক্রিকেটের হাহাকার অনেক দিনের। তবে সেই হাহাকারের মাঝে আশার দিশা হয়ে এসেছেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা রেখেছেন রিশাদ। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে ২২ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ডালাসে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রিশাদ। তার কথাগুলো দি মিরর এশিয়ার পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রশ্ন: জয়ের পর উদযাপন কেমন করলেন?

রিশাদ: আমরা সবাই স্বাভাবিক আছি। কারণ, এবার আমাদের লক্ষ্য আরও বড়।’

প্রশ্ন: এক পর্যায়ে ম্যাচে তো বাংলাদেশ খুব চাপে পড়ে যায়। কখনো মনে হয়েছিল ম্যাচ হাতছাড়া হচ্ছে?

রিশাদ: আমাদের সবার বিশ্বাস ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য ছিল, ৪০ ওভার শেষে ফল কী হয় সেটা। তো সবার মধ্যে বিশ্বাস ছিল। নরমালি এটা (চাপে পড়া) হতেই পারে স্বাভাবিক। ইনশা আল্লাহ সামনে আরও বেটার হবে।

প্রশ্ন: নিজের আউটটা নিয়ে কি বলবেন? ওই মুহূর্তে আপনার ওই আউট দলের চাপ অনেক বাড়িয়ে দিয়েছিল…

রিশাদ: আমরা নেগেটিভ বিষয় নিয়ে কোনো চিন্তা করছি না। যেটা গেছে গেছে, এটা নিয়ে কোনো কথা নেই।

প্রশ্ন: বল হাতে আলো ছড়িয়ে আজ জয়ের নায়ক আপনি। যে তিনটা উইকেট পেলেন, এর মধ্য কোনটা কোন উইকেটটা বেশি তৃপ্তি দিচ্ছে?

রিশাদ: স্লিপে যেটা আউট হইছে সৌম্যর হাতে (ওয়ানিন্দু হাসারাঙ্গা)।

প্রশ্ন: লেগ স্পিন নিয়ে বাংলাদেশের হাহাকার অনেক দিনের। সেখানে আপনি দলে যেন বড় ভরসা হয়ে এসেছেন…

রিশাদ: ন্যাশন্যাল টিমে খেলতে গেলে ফরফর্মটাই জরুরি। চেষ্টা করি যতটুকু সুযোগ আসে, পারফর্ম করে খেলার জন্য।

প্রশ্ন: বাহাতি ব্যাটারদের বিপক্ষে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন?

রিশাদ: অবশ্যই। যখন বোলিংয়ে আসি, ডান-বামহাতি দেখার সুযোগ থাকে না। দল যেটা চায় সেটাই, লক্ষ্য থাকে। আমার সমস্যা হয় না। ডানহাতি-বামহাতি কোনো সমস্যা না। আলহামদুল্লিলাহ চেষ্টা থাকে টিম যেটা চায়, সেটা করার।

প্রশ্ন: হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল। সেটা না পাওয়ায় আক্ষেপ আছে?

রিশাদ: কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো।

প্রশ্ন: পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচ নিয়ে কী বললেন? 

রিশাদ: আপাতত আজকের দিনটা উপভোগ করি। ভালো করব ইনশা আল্লাহ।