শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ‘ডি’ গ্রুপের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় বুধবার ভোরে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দলের। ম্যাচটা পণ্ড হওয়ায় দুই দলই অবশ্য এবারের প্রতিযোগিতায় প্রথম পয়েন্টের দেখা পেয়েছে।
টানা দুই ম্যাচ হারের পর এই ম্যাচের এক পয়েন্ট নিয়েও টেবিলের তলানিতে অবস্থান শ্রীলঙ্কার। এক ম্যাচ কম খেলা নেপাল সমান ১ পয়েন্ট নিয়ে লঙ্কানদের ঠিক ওপরে।
এদিকে এই গ্রুপে টানা তিন জয় তুলে নিয়ে সুপার এইটে যাওয়া আগেই অনেকটা নিশ্চিত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় প্রোটিয়াদের সুপার এইট এখন পুরোপুরি নিশ্চিত।
তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। দুই খেলায় একটি করে জয় ও পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।