সমীকরণ সহজ করতে নামছে বাংলাদেশ
জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে টাইগাররা। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে ডাচদের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।
এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। যদিও টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে টাইগাররা। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ডাচদের দু’বার হারিয়েছে লাল-সবুজরা।
২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিলো বাংলাদেশ। ঐ হারের কারণে সমালোচনার মুখে পড়েছিলো টাইগাররা। আবারও অন্য এক বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (আধিনায়ক), ম্যাক্স ও’দৌদ, বিক্রম সিং, মাইকেল লেভিট, ওয়েসলি বারেসি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, ফ্রেদেরিক ক্লাসেন, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।