সাকিবের ব্যাটে হাসি, বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ
টি-টোয়েন্টি বিশ্বকাপের “ডি” গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে করেছে ১৫৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন সাকিব আল হাসান, বল খেলেছেন ৪৬টি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বাধ সাজে বৃষ্টি। বৃষ্টির কারণে ১৫ মিনিট পরে হয় টস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হয় রাত পৌনে ৯টায়।
যুক্তরাষ্ট্রে দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় নিয়ে এই ম্যাচে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডসও। সুপার এইটে উঠতে এই ম্যাচে জয়টি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।
এই ম্যাচের দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ