আফগানিস্তান সুপার এইটে, নিউজিল্যান্ডের বিদায়

পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়েছে দলটির।

আফগানদের আগে ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছিল। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। এই প্রথম কিউইরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয় আফগানরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দলটি। মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। আফগানরা পরে ২৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

উগান্ডার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। টানা তৃতীয় জয়ে সুপার এইট নিশ্চিত হলো দলটির।

নিউজিল্যান্ড আফগানদের বিপক্ষে হারের পর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হেরেছিল। তখনই আসলে বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায় দলটির। আজ যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান পয়েন্ট হারাত, তাহলেই কেবল তাদের সম্ভাবনা টিকে থাকত।