সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ফলে স্বাগতিক যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট পর্বের টিকিট পেয়েছে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।

ফ্লোরিডার লডারহিলে গতকাল শুক্রবার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় তখন রাত সাড়ে ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টানা দুটি বিস্ফোরক জয় ‍তুলে নিয়ে আগেই সুপার এইটে খেলার দাবি জানিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। কানাডা ও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারে তারা। ভারত ওই জয়ে এক ম্যাচ হাতে থাকতে সুপার এইট নিশ্চিত করে।

৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। যুক্তরাষ্ট্র ৪ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ডের এখনো একটি করে ম্যাচ বাকি। তবে ভারত ও যুক্তরাষ্ট্রকে ছোঁয়ার আর সুযোগ নেই তাদের। অর্থাৎ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রেখেই সুপার এইটে খেলবে যুক্তরাষ্ট্র।