স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

ম্যাচের শুরুতেই যে স্কটল্যান্ডকে চেপে ধরল জার্মানি, শেষ পর্যন্ত তা অব্যাহত রাখল তারা। এর মাঝে পাঁচবার জাল খুঁজে নিয়ে স্বাগতিক দেশ হিসেবে ইউরোয় উড়ন্ত যাত্রা শুরু করল ইউলিয়ান নাগেলসমানের দল।

শুক্রবার রাতে আলিয়ান্স আরেনায় জার্মান কিংবদন্তি বেকেনবাউয়ারকে স্মরণ করে ২০২৪ সালের ইউরোপ সেরার প্রতিযোগিতার পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচেই ১০ জনের স্কটল্যান্ডকে ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।


ম্যাচের দশম মিনিটে ফ্লোরিয়ান ভিয়ার্টসের গোলে খাতা খোলার পর ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক জার্মান তরুণ জামাল মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে কাই হাভেয়ার্টসের পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের পর শেষ সময়ে এমরে চানের গোলের মাধ্যমে ম্যাচের সমাপ্তি টানে স্বাগতিকরা।

অনদিকে, শুরু থেকেই দুর্বল রক্ষণের কারণে ভুগতে থাকা স্কটল্যান্ডের কাঁধের ওপর একের পর এক গোলের বোঝা বাড়তে থাকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন রায়ান পর্টিয়াস। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে জার্মানির মুহুর্মুহু আক্রমণ সামলালেও আরও দুই গোল হজম করতে হয় স্কটল্যান্ডের। শেষের দিকে আন্টনিও রুডিগারের উপহার দেওয়া গোলটিই ম্যাচে তাদের একমাত্র সান্ত্বনা।

প্রথমার্ধে হতচ্ছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দশজন নিয়ে খেলে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি স্কটল্যান্ড। পুরো ম্যাচজুড়ে একটি শটও নিতে পারেনি তারা, যেখানে ২০টি শটের ১০টি লক্ষ্যে রাখে জার্মানি। এর মধ্যে প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে মাত্র দুইবার বলে স্পর্শ করতে পেরেছে স্কটল্যান্ড, যেখানে জার্মানির ক্ষেত্রে তা ৩০ বার। বল দখলেও অনেক এগিয়ে ছিল জার্মানি। ম্যাচের ৬৮ শতাংশ সময় তাদের পায়েই ছিল বল।

সবশেষ বড় তিন টুর্নামেন্টে হতাশায় মোড়া পারফরম্যান্স ছিল জার্মানির। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয় তারা। মাঝে ২০২০ সালের ইউরোতে শেষ ষোলতে গিয়ে থামে তাদের যাত্রা।

তবে এবার ভিন্ন রূপ দেখা গেল নাগেলমানের দলের। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত দলটিতে খেলোয়াড়দের মধ্যেও অসাধারণ বোঝাপড়া লক্ষ্য করা গেছে। ৫-১ গোলের জয়টি তারই ফসল।

আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চলতি আসরের ‘ডার্ক হর্স’ খ্যাত হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ সুইজারল্যান্ড।