পর্তুগালের নাটকীয় জয়
ক্রিস্তিয়ানো রোনালদো-রাফায়েল লেয়াওদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচটি ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিল চেক প্রজাতন্ত্র। তবে একেবারে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে নাটকীয় জয় এনে দিলেন ফ্রান্সিসকো কনসেইসাও। খেলার ৯০তম মিনিটে বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করে জয়ের নায়ক বনে গেলেন পোর্তোর ২১ বছর বয়সী এই উইঙ্গার।
মঙ্গলবার রাতে লাইপসিগের রেড বুল আরেনায় অন্যরকম এক লড়াইয়ে চেক প্রজতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জিতেছে পর্তুগাল। এর ফলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেন রোনালদোরা।
পুরো ম্যাচজুড়ে পর্তুগালের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকলেও এদিন ম্যাচের ৬২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রের লুকাশ প্রোভোদ। তবে তাদের এগিয়ে থাকাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পরই পর্তুগালকে একটি গোল উপহার দেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন হ্যারানাচ। এরপর ৮৭তম মিনিটে দিয়োগো জোতা একটি গোল পেলেও পর্তুগিজদের উল্লাসে বাধা দেয় ভিএআর। গোল করার আগে অফসাইডে থাকায় তাদের জয়োল্লাস থেমে যায়। তবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে শেষটা রাঙিয়েই মাঠ ছাড়েন কনসেইসাওরা।
‘এফ’ গ্রুপে দিনের অপর ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারায় তুরস্ক। এদিন তুরস্কের জার্সিতে মাঠে নেমে গোল পান ১৯ বছর বয়সী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আর্দা গুলের। ৩-১ ব্যবধানে জিতে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে তুরস্ক, দুইয়ে পর্তুগাল।
আগামী শনিবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া। এরপর রাত ১০টায় তুরস্কের মোকাবিলা করবে পর্তুগাল।