সুপার এইটে বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে। সুপার এইটের মোট ১২টি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িত থাকবেন ১৬জন আম্পায়ার।
বাংলাদেশ এবারের আসরের সেরা আটে জায়গা করে নিয়েছে। দেখে নেওয়া যাক, বাংলাদেশের ম্যাচগুলোতে কারা থাকবেন আম্পায়ারের ভূমিকায়-
বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় অনুযায়ী ২১ জুন ভোর সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অনুষ্ঠিত হতে ম্যাচটি। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের দুজন। মাঠে রিচার্ড ইলিংওর্থের মতো অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গ পাবেন মাইকেল গফ। টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
অ্যান্টিগাতেই ২২ জুন রাত সাড়ে আটটায় সাকিব আল হাসানরা খেলবেন ভারতের বিপক্ষে। নাজমুল হাসান শান্তর দল সেদিন অনফিল্ডে আম্পায়ার হিসেবে পাবেন ইংলিশ গফকে। তার সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের কাজ পেয়েছেন ল্যাংটন রুসেরে।
জিম্বাবুয়ের এই আম্পায়ার সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচে দায়িত্ব সামলাবেন মাঠে থেকে। রুসেরের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে অনফিল্ডে থাকবেন ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ারের কক্ষে বসে ম্যাচ পরিচালনায় যোগ দিবেন প্রোটিয়া হোল্ডস্টক। ম্যাচটি বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে খেলবে ২৪ জুন। আর্নোসে ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে ভোর সাড়ে ছয়টায়। ম্যাচ রেফারির দায়িত্বে সেখানে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলাটিতেও ম্যাচ রেফারি হিসেবে উপস্থিত থাকবেন রিচার্ডসন। আর রোহিত শর্মার দলের বিপক্ষে যেদিন মাঠে নামবে বাংলাদেশ, সেদিন ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন ভারতের রঞ্জন মাধুগালে।