সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে টাইগাররা
দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত সফর করবে টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হয়ে ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টির মাধ্যমে সফর শেষ হবে।
২০২৪-২৫ মৌসুমের সময়সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকবাজে প্রকাশিত সময়সূচিতে বাংলাদেশের ভারত সফরের কথাও বলা হয়েছে।
সূচি অনুযায়ী, টাইগারদের বিপক্ষে চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ এবং কানপুরে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর পরে ধর্মশালা, দিল্লি ও হায়দ্রাবাদে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টেস্ট ম্যাচ দুটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৭টায় শুরু হবে।
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে ভারত। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মারা।
এরপর ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আছে তাদের। ইংলিশদের বিপক্ষে ৫টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ২২ জানুয়ারি শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
সিরিজ শেষে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে রোহিত-কোহলিরা।