ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্পেন।
জার্মানির গেলসেনকিরশেনে বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্পেন একমাত্র গোলটি পায় আত্মঘাতী থেকে। ইতালির রিকার্দো কালাফিওরি নিজেদের জালে বল ঠেলেছিলেন।
স্পেন ও ইতালি দু-দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। ফলে স্পেন বনাম ইতালি ম্যাচটি ছিল মূলত, কে আগে শেষ ষোলোয় জায়গা করে নেবে। এমন ম্যাচে শুরু থেকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইতালিকে।
আক্রমণের ঢেউ সামলে প্রথমার্ধে ইতালি জাল অক্ষত রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি।
ম্যাচজুড়ে ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছে স্পেন। গোলের জন্য ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে। ইতালি সেখানে শটই নিতে পারে মাত্র চারটি। ইতালিয়ানদের এই শটগুলো প্রতিপক্ষকে খুব যে ভাবাতে পেরেছে, তাও না।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে।