ফ্রান্স-নেদারল্যান্ডসের পয়েন্ট ভাগাভাগি
ফ্রান্স-নেদারল্যান্ডসের মধ্যকার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচটিতে কেউ জেতেনি। লাইপজিগে শুক্রবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এবারের ইউরোয় কোনো ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার ঘটনা এটিই প্রথম।
আগের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যাওয়ায় কিলিয়ান এমবাপেকে এদিন পুরোটা সময় বেঞ্চে থাকতে হয়েছে।
পুরো ম্যাচে ভালো কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে উল্লাস শুরু করেছিল নেদারল্যান্ডস। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়।
নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। আর পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করে নেদারল্যান্ডস।
এদিন দুই দলের সামনেই সুযোগ ছিল শেষ ষোলোয় খেলা নিশ্চিত করার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি কেউই।
দুই রাউন্ড শেষে একটি করে জয় ও ড্রয়ে সমান ৪ পয়েন্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসের। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অষ্ট্রিয়া। পোলিশরা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।