ভারতের কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় শনিবার রানে সুপার এইটে গ্রুপ-১ এর ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে টাইগাররা। আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হারলেই বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
আর যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জয় পায়, তাহলে বিশ্বকাপে টিকে থাকবে বাংলাদেশ। তখন শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে টাইগাররা।
অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
দলের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া তানজিদ হাসান তামিম ৩১ বলে ২৯ ও রিশাদ হোসেন ১০ বলে ২৪ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদিপ যাদব। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
এর আগে ভারতের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। পরে বল হাতেও ১ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন তিনি।