জাতীয় দলে ফিরলেন জাহানারা-রুমানা
লম্বা সময় বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেলেন দেশের নারী ক্রিকেটের দুই অভিজ্ঞ মুখ জাহানারা আলম ও রুমানা আহমেদ। এই দুজনকে নিয়েই আসছে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী মাসে শ্রীলঙ্কায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর। রবিবার এই আসরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবি।
গত বছর শ্রীলঙ্কা সফর থেকে দলের বাইরে ছিলেন ডানহাতি পেসার জাহানারা। অন্যদিকে অবসর বিতর্কের জন্য কারণ দর্শানোর নোটিশ পেয়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রুমানা।
দুজনই সবশেষ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন। এছাড়া প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে প্রথমবার ডাক পেয়েছেন ইসমা তানজিম ও সাবেকুন নাহার জেসমিন।
তবে প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েও জায়গা হয়নি ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারির।
এ বছর অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপকে বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বলা যেতে পারে।
উইমেন্স এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার দোলা, রুমানা আক্তার, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খান, সুলতানা খাতুন, রুবাইয়া আক্তার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, সাবেকুন নাহার জেসমিন ও শরিফা খাতুন।