মা হারালেন খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
পাইলট তার মা’র মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন। আজ বাদ এশা রাজশাহীর টিকাপাড়া গোরস্থান মাঠে পাইলটের মার জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ডয়াবেটিসসহ কিডনি জনিত সমস্যা নিয়ে গত ২৩ জুন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন নার্গিস আরা। অবস্থা গুরুরত হওয়ায় গতকাল তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২০১৭ সালের ২৭ আগস্ট বাবাকে হারিয়েছিলেন পাইলট। তার বাবা শামসুল ইসলাম মোল্লা ছিলেন ঢাকার ফুটবলের নাম করা খেলোয়াড়। ফুটবলার ‘শামসু মোল্লা’ নামে বেশি পরিচিত ছিলেন তিনি।
বাবা হারানোর ৭ বছরের মাথায় মাকেও হারালেন পাইলট।