বৃষ্টির পর খেলা শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনাল, আরও একবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়েছে। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।
শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নির্দিষ্ট সময়ের চেয়ে ঘণ্টা খানেক দেরিতে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।
তবে খেলা বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৮ম ওভার শেষেই আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তাতে প্রায় আধা ঘণ্টা ধরে বন্ধ ছিল খেলা। বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে আবারও খেলা শুরু হয়েছে।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। আসর জুড়ে অফফর্মে থাকা এই তপ অর্ডার ব্যাটার নক আউট পর্বে এসেও সুবিধা করতে পারলেন না। ইনিংসের তৃতীয় ওভারে টপলিকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ৯ রান।
তিনে নেমে কোহলির পথে হেটেছেন ঋষভ পান্তও। ৬ বল খেলে ৪ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার। তাতে শুরুর পাওয়ার প্লেতে ৪৬ রান তুললেও টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় ভারত। ৮ম ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত।