১৭ বছর পর চ্যাম্পিয়ন ভারত
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করল দলটি।
বার্বাডোসে বাংলাদেশ সময় শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়েছে ভারত।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রানে থেকে যায় দক্ষিণ আফ্রিকা। যদিও একটা সময় ম্যাচটা তাদের মুঠোতেই মনে হচ্ছিল।
বিশেষ করে হেইনরিখ ক্লাসেন যখন ঝড় তুলেছিলেন। কিন্তু ২৭ বলে ৫২ রান করা ক্লাসেনকে থামিয়ে ম্যাচ নিজেদের দিকে টানেন হার্দিক পান্ডিয়া। পরে শেষ ওভারে ১৭ বলে ২১ রান করা ডেভিড মিলারকেও ফেরান তিনি। ১৬তম ওভারে বুমরাহর মাত্র ৪ রান ও ১৮তম ওভারে ২ রানে ১ উইকেট শিকারও ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মাঝে ৭টি আসরে ব্যর্থ হওয়ার পর অষ্টমে এসে জুজু কাটল দলটির। আইসিসির ইভিন্টেই ২০১৩ সালের পর এটি প্রথম শিরোপা দলটির।
এর আগে ব্যাটিংয়ে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। পুরো আসরে ব্যর্থ হলেও ফাইনালে ঠিকই জ্বলে উঠলেন তিনি। অক্সর প্যাটেল খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস। সুবাদে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ভারত পায় ৭ উইকেটে ১৭৬ রানের পুঁজি।
এ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন কোহলি। বিশ্বকাপ জয়ের দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। রাজসিক বিদায়ই বলতে হবে!