ডেনমার্ককে হারিয়ে শেষ আটে জার্মানি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুদন্ত গতিতেই ছুটছে জার্মানি। ডেনমার্কের ওপর ছড়ি ঘুরিয়ে ইউলিয়ান নাগেলসমানের দল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ আটে।
ডর্টমুন্ডে শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক দল। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে আক্রমণ, প্রতি আক্রমণ, গোল বাতিল, বৃষ্টি ও বজ্রপাত মিলিয়ে শেষ পর্যন্ত ডেনিশদের চোখের জলে ভাসতে হয়। প্রথমার্ধে দাপুটে শুরু করেছিল জার্মানি। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠায় দলটি। কিন্তু ভিএআর এর মাধ্যমে গোলটি বাতিল হয়।
৭ মিনিটে জশুয়া কিমিখের জোরাল শট ঠেকিয়ে দেন ডেনমার্ক গোলকিপার ক্যাসপার স্মাইকেল। ম্যাচের ৩৬ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। খেলোয়াড়েরা ড্রেসিংরুমের ফিরে যান।
আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলেও গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্থের তৃতীয় মিনিটে ড্যানিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন বাঁ পায়ের শটে বল জালে পাঠালেও ভিএআর এর মাধ্যমে দেখা গেছে অফসাইড।
ম্যাচের ৫২ তম মিনিটে বক্সের মধ্যে রাউমের ক্রস আটকাতে গিয়ে বল হাতে লেগে যায় ড্যানিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন কাই হাভার্টজ।
দ্বিতীয় গোল তুলে নিতে জার্মানি বেশি দেরি করেনি। ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তার তৃতীয় গোল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ইউরোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে ভাসে স্বাগতিকরা।