জনসমুদ্র সাঁতরে ছাদখোলা বাসে রোহিতদের বর্ণাঢ্য বরণ

জনসমুদ্র সাঁতরে ছাদখোলা বাসে রোহিতদের বর্ণাঢ্য বরণ

ভারতের মুম্বাইয়ে আরব সাগরের তীর ঘেঁষে যেন গর্জন তুলেছে আরেকটি সমুদ্র, নাম তার ‘নীল জনসমুদ্র’। ১৩ বছরের শিরোপাখরা কাটিয়ে ক্যারিবীয় দ্বীপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরেছে রোহিত শর্মার দল। তাদের বরণে এমন বর্ণাঢ্য আয়োজনই তো মানায়! তবে বিড়ম্বনায় পড়তে হয়েছে সেই জনসমুদ্রে। মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভ এতটাই লোকে লোকারণ্য হয়ে পড়েছিল যে, রোহিতদের বাস এগোনোরও যেন জায়গা নেই। এরপর সেই সাগর ধীরে ধীরে সাঁতরে পেরিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন বাস!

বার্বাডোজে বিশ্বকাপ জয়ের পরও প্রায় তিনদিন হারিকেন বেরিলের কবলে পড়ে আটকে পড়েছিল ভারতীয় দল। ১০৫ ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার) রোহিত-কোহলিরা দেশে পা রাখতেই নতুন ব্যস্ততা শুরু। যা ইতি ঘটার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেখানে বিসিসিআইয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। মাঝে সেখানে তুমুল বৃষ্টি বাগড়া দিলেও, বৃষ্টি উপেক্ষা করেই প্রায় জনসমুদ্রে পরিণত হয় গোটা স্টেডিয়াম।

এমন আনন্দঘন মুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছুঁয়ে দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হয় সমর্থকদের জন্য। তার আগে স্টেডিয়ামে যাওয়ার পথে ছাদখোলা বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছেন রোহিত-কোহলি-হার্দিক-পান্ত ও সূর্যকুমাররা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের ওপরেও উঠে পড়েছেন সমর্থকদের কেউ কেউ।