টাইব্রেকারে মেসির পেনাল্টি মিস, মার্তিনেজ বীরত্বে সেমিতে আর্জেন্টিনা
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার জয় আটকাতে পারল না ইকুয়েডর। এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে সেমিফাইনালে জায়গা করে নিল প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টেক্সাসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শুরু হওয়া ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। কোপা আমেরিকায় ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় নেই। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
চোট কাটিয়ে এ ম্যাচে ফিরেছিলেন মেসি। কিন্তু ছাপ রাখতে পারেননি। বিশেষ করে তার পেনাল্টি মিস হতাশ করেছে সমর্থকদের।
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। তার গোলেই ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসির কর্নার থেকে হেড করে বলটি বাঁ দিকের পোস্টে পাঠান ম্যাক অ্যালিস্টার। সেখানে থাকা লিসান্দ্রো মার্টিনেজ হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।
ইনজুরি টাইমের শুরুতে গোল শোধ করেন ইকুয়েডরের কেভিন রড্রিগেজ।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে মেসি পানেনকা শট মারার চেষ্টা করেন, ক্রসবারে বল লাগে। ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়তে দেখা যায় মেসিকে।
ইকুয়েডরের প্রথম শট নেন অ্যাঞ্জেল মেনা। তা রুখে দেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপর আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় শট নেন জুলিয়ান আলভারেজ। ১-০ এগিয়ে যায় মেসির টিম। ইকুয়েডরের হয়ে দ্বিতীয় শট নেন অ্যালান মিন্ডা। সেটিও সেভ করেন এমি।
অন্যদিকে আর্জেন্টিনার হয়ে তৃতীয় শট নেন ম্যাক অ্যালিস্টার এবং সেটি সফল হয়। এরপর ২টি শট নিয়ে সফল হয় ইকুয়েডর। কিন্তু আর্জেন্টিনার হয়ে গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি দু’জনই গোল করতে পারায় শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে লিওনেল স্কালোনির দল।
আগামী বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় ভেনিজুয়েলা-কানাডা ম্যাচে জয়ীদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে লিওনেল মেসিরা।