খেলতে খেলতেই মৃত্যুর কোলে গ্র্যান্ডমাস্টার জিয়া
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মারা গেছেন।শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে খেলতে খেলতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ হারুনুর রশিদ।
মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। ২০০২ সালে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।
১৯৭৪ সালের ১ মে জন্ম নেওয়া জিয়ার দাবার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ছোটবেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞানে পড়াশোনা করা জিয়া ক্যারিয়ার হিসেবে বেছে নেন দাবাকেই।
১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া ১৯৯০ সালে ফিদেমাস্টার, ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হন।
জাতীয় দাবায় জিয়া সর্বোচ্চ শিরোপাধারী খেলোয়াড়। তার মৃতু্তে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।