ইংল্যান্ডের পথে মুশতাক, যা বলছে বিসিবি

ইংল্যান্ডের পথে মুশতাক, যা বলছে বিসিবি

মুশতাক আহমেদকে আপাতত স্পিন বোলিং কোচ হিসেবে পাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার মেয়াদ শেষ হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে আনঅফিসিয়ালি ভাবতে বলে। মুশতাক জানিয়েছেন, ডিসেম্বর অবধি সময় নেই তার কাছে। এর পরে হলে ভাববেন পাকিস্তানের এই কিংবদন্তি।

এই পাকিস্তানি কোচের ছোঁয়ায় স্পিন বিভাগ ভালো করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সোমবার বলেন, ‘আগে থেকেই অন্য জায়গায় তার চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে সেটা তো দেখেছেন, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে।’
 
‘তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত চুক্তি করি। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে। আমরা কথা চালিয়ে যাচ্ছি। আশা করি দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশতাক আহমেদের ইস্যু নিয়ে এমন সিরিয়াস ছিল না। তবে আপাতত তারা জানিয়েছে, ডিসেম্বরের পরে মুশতাকের সঙ্গে আবার আলাপ হবে। মুশতাকেরও আগ্রহ রয়েছে। আর বিসিবি যেহেতু চাইছে সেহেতু তো আর কোনো কথাই নেই।