চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক

বাঁ থেকে তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ। আজও পুরো দেশে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এমনকি, একাধিক শিক্ষার্থী নিহত হওয়ার খবর মিলেছে। এমন পরিস্থিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

তাওহিদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন তিনি। তার মতো শ্রীলঙ্কায় আছেন পেসার শরিফুল ইসলামও।

শরিফুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’