গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন: রোমান সানা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুরো দেশ এখন উত্তাল। এমন সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন আর্চার রোমান সানা। কেবল কোটা নয়, পুরো দেশেরই সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশের অন্যতম সফল এই ক্রীড়াবিদ।
রোমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা পোস্টে লিখেছেন, 'শুধু কোটা নয়; গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন!'
রোমান সানা আর্চারির বিশ্ব আসরে বাংলাদেশকে প্রথম পদক এনে দেওয়া আর্চার। এ ছাড়া প্রথম আর্চার হিসেবে কোটা প্লেস অর্জন করে সরাসরি টোকিও অলিম্পিকে খেলেছেন তিনি।
তবে এখন জাতীয় দল থেকে বাইরে আছেন রোমান। কিছুদিন আগে সুযোগ-সুবিধার অপ্রতুলতার কথা তুলে ধরে জাতীয় দল থেকে অবসর নেন তিনি।