বিসিবির সভাপতি পদ ছাড়তে রাজি পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ ছাড়তে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। নিজের এই সিদ্ধান্তের কথা তিনি একজন বোর্ড পরিচালককে জানিয়েছেন। সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
যদিও একটি প্রক্রিয়ার মাধ্যমে এই পদত্যাগ করতে হবে বিসিবি সভাপতিকে। লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে তাকে। এরপর সেটি বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। কিন্তু বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকেই।
নাজমুল হাসান পাপন এখন লন্ডনে আছেন বলে জানা গেছে। তিনি চাইলে বিদেশ থেকেও বোর্ড সভা ডাকতে পারবেন।
২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সবশেষ আমলে নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বেও ছিলেন।