১৫ বছরে ক্রিকেট সংস্কৃতিই তৈরি করতে পারেনি বিসিবি
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের আমলে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে ছিলেন, তাদেরকে পুরোপুরি ব্যর্থ আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের মতে লম্বা সময় পেলেও দেশে ক্রিকেট সংস্কৃতিই তৈরি করতে পারেননি বিসিবি। বরং দুর্নীতিতে জেরবার হয়েছে দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া সংস্থাটি।
দ্য মিরর এশিয়ার সঙ্গে আলাপে ১২ টেস্ট ও ৩০ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, ‘১৫ বছর তো বিশাল সময়। একটা বোর্ড এত বছর সময় পেয়েছিল, অথচ ক্রিকেট সংস্কৃতিই তারা তৈরি করতে পারেনি।’
এই ১৫ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোনো ট্রফি জেতা তো দূরে থাক, একের পর এক বিশ্ব আসরে শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে। গুটি কয়েক ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন বাদ দিলে দলীয় অর্জন একেবারেই শূন্য।
পাইলটের মতে, ‘শুধু জাতীয় দলের পারফরম্যান্সই নয়, সব কিছুতেই আমাদের ঘাটতি ছিল। কোনো কিছুতেই আমরা উন্নতি করতে পারিনি।’
পাইলট প্রশ্ন রাখেন, ‘বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৯০০ কোটি টাকার মালিক। অথচ একটা নিজস্ব মাঠ বানাতে পারেনি বোর্ড। কোনো জেলাতে লিগ খেলাতে পারেনি। তা হলে আমরা করলাম কি?’
৪৪ টেস্ট ও ১২৬ ওয়ানডে খেলা পাইলটের মতে দুর্নীতিতে ডুবে আছে দেশের ক্রিকেট, ‘১৫ বছরে কোনো আইন-কানুনই বানালাম না আমরা। শুধু আন্তর্জাতিক সিরিজ আর অনেক বছরের পুরোনো ঢাকা লিগের মতো কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট করে গেলাম। এর মধ্যেও আবার পক্ষপাতমূলক আম্পায়ারিং আছেই। অনেকগুলো দল আবার একটি কোম্পানির অধীনে পরিচালিত। ক্রিকেটে এতভাবে দুর্নীতি জড়িয়েছে, এই দুর্নীতিটা এখন পরিষ্কার করা উচিত।’
বর্তমানে বোর্ডের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের সবার পদত্যাগও চেয়েছেন খালেদ মাসুদ পাইলট, ‘বোর্ডে যারা যারা ছিলেন, আমি মনে করি তাদের নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত। আর কত দিন এটা আপনি ক্যারি করবেন?’