ব্রাদার্সের হারানোর গৌরব ফেরানোর প্রতিশ্রুতি ইশরাকের

ইশরাক হোসেন।

ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নতুন দায়িত্ব পেয়ে ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব প্রাঙ্গণে শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ইশরাক। এ সময় তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্লাবটি বেদখল হয়ে যায়। এই সময়ে যারা দায়িত্বে ছিলেন, তারা ক্রীড়ার দিকে মনোযোগ না দিয়ে সম্মানহানি করার দিকেই বেশি মনোযোগী ছিলেন বলে মন্তব্য করেন তিনি। আর এ জন্যই ব্রাদার্স ক্লাব শক্তি হারিয়ে দুর্বল ক্লাবে পরিণত হয় বলে দাবি তার।

বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্রাদার্স ক্লাবে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, ‘এই ক্লাবের জন্ম লগ্ন থেকেই আমার পরিবার জড়িত। এতদিন ক্লাব পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, বর্তমান পরিস্থিতিতে তারা সকলেই অনুপস্থিত। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্লাবের জন্ম লগ্ন থেকে যারা যুক্ত, সকলেই ওই পদক্ষেপগুলোর বিপক্ষে ছিলেন। ক্লাবের বেশ কিছু অনিয়ম ও বিভিন্ন অভিযোগ আমরা জানতাম। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকার কারণে তাদের মদতপুষ্ট কিছু ব্যক্তি এই ক্লাব নিয়ন্ত্রণ করত। সেই ব্যাপারে তখন কেউ মুখ খুলতে পারেনি। এখন ক্লাব পরিচালনার জন্য আমরা একটি সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই মুহূর্তে আমরা ক্লাবকে এগিয়ে নিতে কাজ করে যাব।’

ইশরাক আরও বলেন, ‘ব্রাদার্স একটি ঐতিহ্যবাহী ক্লাব। অতীতে আমরা ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছি। সামনে এই ক্লাব একটি উন্মুক্ত ক্লাব হবে। কোনো রাজনৈতিক নেতা-কর্মী সুযোগ কাজে লাগিয়ে এখানে অবস্থান করবে, ক্লাবের ঐতিহ্য ধ্বংস করবে, সেটা আমরা ভবিষ্যতে হতে দেব না।’

তার কথায়, ‘আগামীতে আমরা এমনভাবে ক্লাব পরিচালনার ব্যবস্থা করতে চাই, যেন কেউ কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে না পারে। ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাব। ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ অন্যান্য খেলায়ও আমরা অংশগ্রহণের চেষ্টা করে যাব।’