বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কি না, আজ মঙ্গলবার সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

আইসিসির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও এতে যুক্ত থাকবেন।

রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অক্টোবরে বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

তবে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা ছাড়ছে না। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ‘নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তার পরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। কোনোভাবেই বিসিবি বা আইসিসির পক্ষে এটা সমাধানযোগ্য না। সরকার পর্যায়ে যদি উন্নতি হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।’