বুধবারই পদত্যাগ করছেন পাপন!

নাজমুল হাসান পাপন।

ক’দিন আগেই জানা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে তার এই পদত্যাগ একটি প্রক্রিয়ার মধ্যে হতে হবে। বিসিবি এখন সেই প্রক্রিয়ার মধ্যেই হাঁটছে।

এরই মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে বিসিবি। আগামীকাল এই সভা অনুষ্ঠিত হবে। তবে বিসিবির কার্যালয়ে নয়, সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে।

ধারণা করা হচ্ছে, এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার পদত্যাগপত্র পেশ করবেন এবং সেটি গৃহীতও হবে। আর সেটি হলে বিসিবিতে ১২ বছরের পাপন অধ্যায়ের অবসান হবে।

এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন পাপন আমলের অন্যতম প্রভাবশালী পরিচালক জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক।

শোনা যাচ্ছে এনএসসি থেকে তাদের মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আহমেদ ববিকেও সরে দাঁড়াতে বলা হয়েছে। তবে এখনও নিজের পদত্যাগপত্র জমা দেননি তিনি।

এদিকে জালাল ইউনুসের শূন্য পদে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে বলে জোড় গুঞ্জন রয়েছে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুকেই বিসিবির সভাপতির চেয়ারে বসানো হতে পারে।