বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামীকাল বুধবার একটি জরুরি সভা ডেকেছে। জানা গেছে, ওই সভায় নিজের পদত্যাগের ঘোষণা দেবেন বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেটা গৃহীতও হবে সভায়।
এখন প্রশ্ন হচ্ছে পাপনের জায়গায় নতুন সভাপতি হিসেবে কে আসবেন? সম্ভাব্য নতুন সভাপতি হিসিবে সবচেয়ে আলোচিত নাম জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দুইবারের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
একটি নির্ভরযোগ্য সূত্র দ্য মিরর এশিয়াকে জানিয়েছে, ফারুক আহমেদই নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদগুলাতে নানা রদবদল হচ্ছে। তবে চাইলেই একটি দেশের সরকার নিজেদের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারে না। কারণ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হলে ওই বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি। তাই একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বিসিবিতে এই রদবদল হচ্ছে।
ফারুক আহমেদ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদে নেই। তবে তাকে পরিচালক হিসেবে যুক্ত করার কাজ এরই মধ্যে শুরু করে গেছে।
এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন পাপন আমলের অন্যতম প্রভাবশালী পরিচালক জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন।
সব ঠিক থাকলে এখন ফারুক আহমেদকে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে যুক্ত করা হবে।
পাপন পদত্যাগ করলে সভাপতি পদ শূন্য হবে। আর ফারুক আহমেদ পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর বাকি পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।