বাংলাদেশের দাপুটে শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের তোপে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছে স্বাগতিক দল। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে যায় তারা। চা বিরতি পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান তুলেছিল দলটি।
সাইম আইয়ুব ও সাউদ শাকিল শাকিল চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েছেন। চা বিরতি পর্যন্ত ৭৬ বলে ৬৫ রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন দুজন। ওপেনার সাইম ৬৮ বলে ৪২ ও পাঁচে নামা শাকিল ৩২ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ইনিংসের চতুর্থ ওভারেই আব্দুল্লাহ শফিককে (২) তুলে নেন হাসান মাহমুদ। এরপর পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নেন শরিফুল। প্রথমে অধিনায়ক শান মাসুদ (৬) ও পরে বাবর আজমকে (০) আউট করেন তিনি।
টেস্টের আগে শরিফুল বলেছিলেন বাবর আউমের উইকেট নেওয়া তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে তার। সেটাও বাবরকে দুঃস্বপ্ন উপহার দিয়েছে। রানের খাতাই যে খুলতে পারেননি বাবর।
বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশন পুরোপুরি ভেসে গিয়েছিল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।